ভেটকি ডাকের পরিনাম, ভাইপোকে কুকুরের খাবার বানাল পিসি
দুর্গাপুরের অন্ডালের মাধবপুর কেলিয়ারি থানার বাসিন্দা সাত বছরের শিশু সৌরভ বাউরী। ১৫ দিন আগে বাড়ি সংলগ্ন একটি জঙ্গল থেকে তার খুবলে খাওয়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ১৫ দিন পুলিশি তদন্তের পর জানা গিয়েছে, সৌরভ হত্যার সঙ্গে জড়িত প্রত্যেকেই তার আত্মীয়।
৬ই জুলাই নিজের সমবয়সী ভাইয়ের সঙ্গে খেলতে খুড়তুতো পিসির বাড়ি গিয়েছিল সৌরভ। পিসি যশোদা বাউরীকে সে আর তার ভাই মজা করে ‘ভেটকি’ বলে ডাকত। সেই ডাক মোটেই পছন্দ ছিল না পিসির। তাই রাগের বশে পিসি যশোদা বাউরী ছোট্ট সৌরভের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে। আঘাত পেয়ে সৌরভ সেখানেই লুটিয়ে পড়ে যায়। এরপর বাড়ির লোকেরা ঘুম পাড়িয়ে দেয় যশোদার দিদির ছেলে অর্থাৎ সৌরভের ভাইকে।
যশোদা বাউরী ভয় পেয়ে ডেকে আনেন তাঁর জামাইবাবু উমেশ বাউরীকে। তিনি এসে বুঝতে পারেন সৌরভ মৃত। প্রথমে রান্নাঘরে লুকিয়ে রাখা হয় সৌরভের দেহ। এরপর উমেশ তাঁর শালা রোহণ বাউরী ও শ্বশুর গণেশ বাউরীকে জানান বিষয়টি। তাঁরা রাত্রিবেলায় সৌরভের মৃতদেহে মোবিল ঢেলে ফেলে দিয়ে আসে জঙ্গলে। সেই জঙ্গল থেকেই ৪ দিন পর উদ্ধার হয় সৌরভের দেহ।