ভারতের বাজার নিয়ে হতাশ নেটফ্লিক্স
কলকাতা টাইমসঃ
ভারতের বাজার নিয়ে হতাশ নেটফ্লিক্স। অন্তত ১০ কোটি সাব্স্ক্রাইবারের লক্ষমাত্রা নিয়ে ভারতের বাজারে আসরে নামে এই জনপ্রিয় স্ট্রিমিং সার্ভিস জায়ান্ট। কিন্তু বহু চেষ্টার পরেও তার ধরে কাছেও পৌঁছতে পারেনি তারা। ২০২২ সালে ভারতে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র ৫৫ লাখ।
অন্যদিকে ভারতে নেটফ্লিক্সের প্রতিদ্বন্দ্বী ডিজনি প্লাস হটস্টারের গ্রাহকসংখ্যা চার কোটি ৬০ লাখ এবং অ্যামাজন প্রাইমের গ্রাহক সংখ্যা প্রায় দুই কোটি। গত সপ্তাহে এক বৈঠকে নেটফ্লিক্সের প্রধান ভারতে প্রত্যাশা অনুযায়ী সাফল্য না আসায় হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, সব বড় বড় বাজারে আমাদের ব্যবসা সম্প্রসারিত হচ্ছে। কিন্তু ভারতে সাফল্য না পাওয়ায় আমরা হতাশ।