পিৎজা হাতে নেটফ্লিক্সে চোখ রাখলেই মোটা মাইনের চাকরি  – KolkataTimes
April 6, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

পিৎজা হাতে নেটফ্লিক্সে চোখ রাখলেই মোটা মাইনের চাকরি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

চাকরির কথা তো শুনেছেন! যেখানে ম্যাট্রেস কোম্পানি টানা কয়েক ঘণ্টা ঘুমনোর জন্য টাকা দেয়। সফলভাবে ঘুমাতে পারলেই মোটা মাইনে। সেই চাকরি না পাওয়ার কথা ভেবে যারা আফসোস করছিলেন, তাদের জন্য তার থেকেও মজাদার চাকরি রয়েছে! পিৎজা খেতে খেতে নেটফ্লিক্স দেখার চাকরির সুযোগ রয়েছে আপনার জন্য।

আমেরিকার এক ওয়েবসাইট ‘বোনাস ফাইন্ডার’ ৯ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল পিৎজা ডে’-তে এই কাজের সুযোগ দিচ্ছে। যেখানে নেটফ্লিক্সে ৩টি শো দেখতে হবে। সেই সঙ্গে খেতে হবে পিৎজা। শেষে তাকে পিৎজা এবং ওই শোগুলি সম্পর্কে বিস্তারিত মতামত দিতে হবে। আর এমন আরামের কাজের জন্য পাবেন ৫০০ মার্কিন ডলার। বোনাস ফাইন্ডারের ওয়েবসাইটে এই ঘোষণা করা হয়েছে।

বোনাস ফাইন্ডারের ওয়েব সাইটে গিয়ে আপানাকে একটি ফর্ম পূরণ করতে হবে। সেখানে জানাতে হবে, কেন আপনি এই কাজের জন্য সঠিক ব্যক্তি। যত ভাল ভাবে নিজেকে বর্ণনা করতে পারবেন, চাকরির সম্ভাবনা ততই বাড়বে। এর পর একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বেছে নেওয়া হবে প্রার্থীকে। তাই যদি চান, তবে দেরি না করে আজই আবেদন করে দিন সোফায় পা তুলে বসে পিৎজা খেতে খেতে নেটফ্লিক্স দেখার চাকরি পেতে।

Related Posts

Leave a Reply