আগেও না পরেও না, বিয়ে কখন করবেন তা জানাল নতুন গবেষণা
কলকাতা টাইমস :
বিয়ে প্রতিটা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে সঠিক জীবন সঙ্গী বাছাই করা যেমন জরুরি, ঠিক তেমনি বিয়ের সঠিক বয়স সম্পর্কেও সমানভাবে সচেতন থাকা চাই। তা না হলে বিবাহ বিচ্ছেদের মত অনাকাঙ্খিত ঘটনার শিকার হতে পারে বর-কনে দুজনেই।
আমেরিকার উটাহ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নিকোলাস এইচ উলফিংগার, বিয়ের বয়স নিয়ে বেশ প্রয়োজনীয় একটি গবেষণা করেছেন। তার সেই গবেষণার স্টাডি থেকে উঠে এসেছে একটি মজার তথ্য। ২৮ বছরের কম বয়সকে রোমান্সের শ্রেষ্ঠ সময় হিসেবে ধরা হলেও, বিয়ের উপযুক্ত বয়স হিসেবে ২৮-৩২ বছরকেই যথেষ্ট পরিমাণ প্রাধান্য দেওয়া হয়। কারণ ২৮ থেকে ৩২ বছর বয়সের মানুষ মোটামুটি ভাবে ম্যাচিউর থাকে। শুধু তাই নয় আর্থিক ভাবেও অনেকটা সচ্ছল থাকে এই বয়সের মানুষ।
তাই উটাহ বিশ্ববিদ্যালয়ের গবেষণায়, এই বয়সে যারা সংসার পেতেছেন তাদের ঘর ভাঙার মতো ঘটনা অনেকাংশেই কম থাকে বলে জানানো হয়। কেননা এই বয়েসের নারী-পুরুষরা বেশ স্বাধীন থাকে, যা কিনা এর চেয়ে কম বয়সের মানুষের মধ্যে থাকে না।
আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, অতিরিক্ত অর্থাৎ খুব বেশি বয়সে বিয়ে করলেও দাম্পত্য জীবনের সুখ খুব বেশি দিন টেকে না ঠিক একই ভাবে অপ্রাপ্ত বয়সে বিয়ের পিঁড়িতে বসলেও সংসার জীবনের অধপতন ঘটার বেশ ঝুঁকি থেকে যায়।