November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

প্রেমিকাকে এই চারটি কথা ভুলেও বলবেন না, নাহলে …

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

নারীদের মন পুরুষ অপেক্ষা বরাবরই অনেক বেশি সংবেদনশীল। তাদের আবেগ, দুঃখ, সুখ কিংবা আনন্দ এবং তার প্রকাশ সবসময়ই পুরুষের থেকে অধিক জোড়ালো হয়। তাই পুরুষের সঙ্গে ঠাট্টা ইয়ার্কি যত সহজে করা যায়, তত সহজে একজন মহিলার সামনে ইয়ার্কি করা যায় না। বিশেষ করে সেই ইয়ার্কি যদি কোনোভাবে মহিলার আত্মসম্মানে আঘাত করে। তাই মহিলাদের সঙ্গে সবসময় বুঝে কথা বলা উচিত।

তা না হলে, আপনার কোনো কথায় তিনি গভীরভাবে আহত হতে পারেন, তাও আপনার অজান্তেই। সব মহিলাদের ক্ষেত্রে সচেতন হওয়া কিন্তু যথেষ্ট নয়। নিজের স্ত্রী বা প্রেমিকার সঙ্গে কেমন আচরণ করবেন বা কি কথা বলবেন এবং কি বলবেন না সে বিষয়েও সতর্ক থাকা উচিত।

কিছু কথা মনের মানুষকে ভুল করে বা ইয়ার্কি করেও বলবেন না। বললে, বিপদে পরবেন নিশ্চিত। সঙ্গে শেষ হয়ে যেতে পারে আপনার সম্পর্কও। আসলে ঠিক কোন কথা বলবেন না স্ত্রী বা প্রেমিকাকে? জেনে নিন সেই কথাগুলো কি।

১. এটা কি হল? : এই প্রশ্ন রাগ ও বিরক্তি নিয়ে কখনো প্রেমিকা বা স্ত্রী কে করবেন না। আপনার এই প্রশ্নে যে বিরক্তি ও ধৈর্য হারানোর ইঙ্গিত প্রকাশ পায় তা দেখে প্রেমিকা বা স্ত্রী দুঃখ পান। সবসময় দুঃখ যে পান তেমন নয়। আপনি যদি সবসময়ই খবরদারি করে এই প্রশ্ন করতে থাকেন, তবে এই প্রশ্ন তার বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। শুধু তাই নয়, ‘এটা কি হল?’ প্রশ্নের এমন উত্তর আপনাকে দিয়ে বসতে পারেন যাতে আপনার ‘মেল ইগো’ শুধু ‘হার্ট’ হয়ে থামবে না। ভেঙে টুকরো হয়ে যেতে পারে।

২. তুমি খুব মোটা : প্রেম করার সময় খেয়াল ছিল না প্রেমিকা অন্য পাঁচটা স্লিম মেয়ের মতো নন? নাকি আগের থেকে খানিক মুটিয়ে যাওয়া তার অপরাধ? নারী শরীর নিয়ে যে বা যারা মন্দ কথা বলেন এবং কেবলমাত্র মহিলাদের শারীরিক সৌন্দর্যকেই একমাত্র প্রাধান্য দেন, কোন মহিলাই তাদের পছন্দ করেন না। নারীরা শারীরিক ভালবাসার থেকে মনের প্রেম ও ভালবাসায় বেশি বিশ্বাসী হন। তাই তার শারীরিক খুঁত নিয়ে যদি বারংবার আপনি তাকে খোঁটা দেন, তবে সম্পর্ক টিকিয়ে রাখা দায় হতে পারে।

তবে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া যে একেবারেই ভাল না নারী বা পুরুষ কারো পক্ষেই। তাই সে বিষয়ে যদি দেখেন প্রেমিকা বা স্ত্রী হঠাৎই ভয়ানক ভাবে মুটিয়ে যাচ্ছেন, তাকে ব্যাপারটার ভয়াবহতার সঙ্গে পরিচয় করান। ভালভাবে বোঝান, অধিক ওজন শরীরের পক্ষে ভাল নয় কেন। ভাল ভাবে কোনো কথা বললে, নারীরা তা সহজে ফেলতে পারেন না।

৩. তুমি খুবই নির্ভরশীল, নিজে কিছু করতে পার না? : প্রথমেই যেনে রাখা দরকার মহান আল্লাহ মানুষকে যে ক্ষমতা দিয়েছেন তার মধ্যে মানুষ পারে না, এমন কিছু পৃথিবীতে নেই। তাই কোনো মহিলা যখন আপনার ওপর নির্ভর করছেন, সেটা তার দুর্বলতা নয়। বরং তিনি আপনাকে ভালবাসেন এবং বিশ্বাস করেন, তাই আপনার ওপর নির্ভর করে শান্তি পান। যেকোনো সম্পর্কেই নির্ভরশীলতা, বিশ্বাসযোগ্যতা, নিজেদের মধ্যেকার বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ।

তাই আপনি যদি এমন সম্পর্ক আশা করেন, যেখানে আপনার প্রেমিকা আপনার ওপর নির্ভর করবেন না, তবে আপনার সম্পর্কে কোনো প্রতিশ্রুতি দেয়ার আগে কয়েকবার ভাবা উচিত। কারণ সম্পর্ক থাকলে নির্ভরশীলতা আসবেই। আর কোনো মহিলা যদি একবার অপমানের উত্তর হিসেবে নিজে স্বনির্ভর হয়ে ওঠেন, তবে তিনি আপনার সঙ্গে সম্পর্ক রাখতে বিন্দুমাত্র আগ্রহ দেখাবেন না। তাই যদি ভালবাসা থাকে, তবে এমন কথা ভুল করেও প্রেমিকা বা স্ত্রীকে বলবেন না।

৪. যা ইচ্ছে কর! : এই কথাটিকে আপাতভাবে খুব কঠিন বলে মনে হয় না। কিন্তু মানুষ যখন রেগে গিয়ে এমন কথা বলে, তখন তার মানে হয়ে যায় খুবই কঠিন। কাউকে যা ইচ্ছে করতে বলা মানে নিজে সম্পূর্ণ ব্যাপার থেকে হাত পা ঝেড়ে নেয়া। এক্ষেত্রে প্রেমিকা বা স্ত্রী মনে আঘাত পেতে পারেন। আর আপনি নিশ্চয়ই আপনার ভালবাসার মানুষকে দুঃখ দিতে চান না? তাই না? তাহলে এই কথাগুলো বলা থেকে বিরত থাকুন। কারণ এতে আপনারই মঙ্গল।

Related Posts

Leave a Reply