January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

জীবনে পরেননি স্বাভাবিক পোশাক, তাই এই তারকাকে পাত্তাই দিলো না কেউ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বৈচিত্র্যময় অস্বাভাবিক পোশাকেই লেডি গাগাকে দেখে অভ্যস্ত সবাই। কিন্তু গাগা এবার কারুকার্যখচিত ঝলমলে সোনালি বসনে হাজির হলেন এনবিসি ইউনিভার্সেলস গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৭১তম আসরে। তার প্রেমিক অভিনেতা টেইলর কিনের হাতে হাত রেখে যখন এই স্বর্ণালী পরী উপস্থিত হলেন, সবার চোখ তো কপালে!

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গাগার জমকালো পোশাকটি ছিলো খোলামেলা। ধাতবে বক্ষবন্ধনী সোনা ও রত্ন দিয়ে খচিত। আলোর প্রতিফলন ঘটে এমন মেটালিক গোল্ড রঙের লং স্লিভ জড়িয়েছেন গায়ে যার এক পা পুরোটাই প্রদর্শিত হচ্ছে। গাগা তার স্বাভাবিক সুন্দর ও মসৃন ত্বকে ব্রোঞ্জ রঙা মেক-আপ নিয়েছিলেন। আর প্রতিনিয়ত পরিবর্তন হওয়া চুলের স্টাইলে এবার এনেছিলেন প্লাটিনাম ব্লন্ড রঙ ও কার্লি স্টাইল। চোখের পাতায় কালো মাসকারা, চিবুকে গোলাপী আভা, অধরে হালকা গোলাপী লিপস্টিক, কানে সাধারণ নকশার দুল আর পায়ে উঁচু হিলের কাঠের জুতোয় মোহনীয় ও লাস্যময়ী দেখাচ্ছিল লেডি গাগাকে। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে আনন্দ ভাগ করে নিয়ে টেইলর-গাগা দুজনে চুম্বনে হারিয়ে যান। এদিকে, কালো স্যুট ও শার্টে ছিমছাম দেখাচ্ছিল টেইলরকে। অনুষ্ঠানে তিনি প্রেমিকা গাগাকে বডিগার্ডের মতো আগলে রাখেন।

Related Posts

Leave a Reply