করোনা ছাপিয়ে অজ্ঞাত মহামারির কবলে উত্তর কোরিয়ায়
বৃহস্পতিবার কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন বুধবার পশ্চিমের বন্দর শহর হাইজুতে তীব্র অন্ত্রের মহামারিতে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য ওষুধ পাঠিয়েছেন। তবে বার্তা সংস্থাটি আক্রান্তের কোনও সংখ্যা প্রকাশ করেনি।
কেসিএনএ লিখেছে, ‘(কিম) মহামারি সংক্রান্ত পরীক্ষা এবং বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে আক্রান্তের বিষয়টি নিশ্চিতের জন্য এবং যত দ্রুত সম্ভব মহামারির বিস্তার রোধ করার জন্য সন্দেহভাজন আক্রান্তদের আইসোলেশনে রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।’
উল্লেখ্য, সদক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের আন্তঃ কোরীয় বিষয়গুলো পরিচালনাকারী একজন কর্মকর্তা জানিয়েছেন, মহামারিটি কলেরা বা টাইফয়েড বলে সন্দেহ করা হচ্ছে। সরকার প্রাদুর্ভাব পর্যবেক্ষণ করছে।