January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

আইফোনে আসছে নতুন ইমোজি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

আইফোন ব্যবহারকারীদের ভাব প্রকাশে যুক্ত হচ্ছে আরও ৭০ টি নতুন ইমোজি। নতুন এই সব ইমোজির মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা এখন নিজেকে আরও বেশি করে মেলে ধরতে পারবেন।

বর্তমানে প্রচলিত ইমোজিগুলোতে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা মানুষদের জন্য পর্যাপ্ত ইমোজি নেই। তবে তাদের জন্য সামনের বছরে নতুন ইমোজি আনছে আইফোন। যারা স্বাস্থ্যকর খাবার ভালোবাসেন, বা যারা ভেজিটেরিয়ান তাদের জন্য রয়েছে কয়েক রকম পদের খাবারের ইমোজি। আছে আম, লেটুসপাতা এমনকি কাপ কেকের ইমোজিও।

থাকছে শখের পোষা প্রাণীর ইমোজিও। ‘ওয়াল্ড ইমোজি ডে’ -তে আইফোন ব্যবহারকারীদের জন্য অনুভূতি প্রকাশক বিশাল এই সম্ভার আগামী বছরই আসছে বলে জানিয়েছেন ওয়ার্ল্ড ইমোজি ডে’র প্রবক্তা জেরেমি বার্গ।

 

Related Posts

Leave a Reply