ফেসবুকে যুক্ত হতে চলেছে নতুন ফিচার
কলকাতা টাইমসঃ
ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সুনিশ্চিৎ করতে নতুন ফিচার আন্তে চলেছে ফেসবুক কতৃপক্ষ। আগামী সেপ্টেম্বর মাস থেকেই এই ফিচার কার্যকর করা হবে বলে জানিয়েছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম।
ফেসবুক জানাচ্ছে, ব্যবহারকারীদের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা দিতে এই ফিচার কার্যকর ভূমিকা নেবে। এছাড়া গত বছর চালু হওয়া মেসেঞ্জারের সিক্রেট মেসেজ অপশনকে আরও কার্যকর করার পরিকল্পনা নিয়েছে তারা।