রোগের আঁতুড়ঘর চীনে এবার মারাত্মক ফ্লু ছড়ানোর শঙ্কা
চীনের জাতীয় স্বাস্থ্য বিভাগ (এনএইচসি) জানিয়েছে, অন্য লক্ষণ দেখা দিলে ওই ব্যক্তিকে গত ২৮ মে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এইচ১০এন৩ নামের স্ট্রেইন দিয়ে ওই ব্যক্তি সংক্রমিত হওয়ার পর অবশ্য স্বাভাবিক রয়েছেন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ হওয়ার পথে। হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বিশাল আকারে এই বার্ড ফ্লু ছড়ানোর শঙ্কা খুবই কম। কারণ, ওই ব্যক্তির সংস্পর্শে যাওয়া কোনো ব্যক্তি এখনো আক্রান্ত হিসেবে শনাক্ত হননি।
তবে চীনা ওই ব্যক্তি কীভাবে এইচ১০এন৩ নামের স্ট্রেইন দিয়ে সংক্রমিত হলেন, সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
সচরাচর পোলট্রি খামারে কাজ করা ব্যক্তিরা বার্ড ফ্লুতে আক্রান্ত হন। বার্ড ফ্লুর অনেক স্ট্রেইন রয়েছে। ওই ব্যক্তি যে স্ট্রেইন দিয়ে আক্রান্ত হয়েছেন,তা অল্প পরিমাণ সংক্রামক।
বার্ড ফ্লুর এই স্ট্রেইন দিয়ে সারাবিশ্বে আর কেউ আক্রান্ত হওয়ার খবর এখনো শোনা যায়নি। এর প্রাদুর্ভাব বড় আকার ধারণ করার শঙ্কা খুবই কম।
ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়ানোর কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।