একের পর এক দেশে নতুন করে লকডাউন
কলকাতা টাইমসঃ
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে নাস্তানাবুদ ইউরোপ। পরিস্থিতি বেগতিক দেখে একের পর এক দেশে শুরু হয়েছে নতুন করে লকডাউন। অতিমারীর দ্বিতীয় প্রাদুর্ভাব আটকাতে ইতিমধ্যেই চেক প্রজাতন্ত্র ৩ সপ্তাহের জন্য দেশজুড়ে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়কালে সমস্ত স্কুল, রেস্তোরাঁ, এবং ক্লাব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নেদারল্যান্ডেও আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই প্যারিসের ৯০ শতাংশ আইসিইউ করোনা রুগীর করায়ত্ব হবে। ফ্রান্সে করোনার প্রকোপ নতুন করে বাড়তে থাকায় আজই সেদেশে আংশিক লকডাউনের কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সংক্রমণ মোকাবিলায় পদক্ষেপ করেছে ইতালিও। বন্ধ করা হয়েছে স্কুল। প্রবল উদ্বেগে দিন গুনছে জার্মানিও।