January 18, 2025     Select Language
KT Popular রোজনামচা

ফের বাজারে আসছে নতুন নোট 

[kodex_post_like_buttons]

কলকাতা : ৫০ টাকা, ২০ টাকার পর এবার ১০ টাকা। ফের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাজারে ১০ টাকার আদলে নতুন নোটটি বাজারে ছাড়তে চলেছে। খবর অনুযায়ী, এই নতুন ১০ টাকার নোটে  নতুনত্ব হিসেবে থাকছে চকোলেট ব্রাউন রং।কোণারকের সূর্য মন্দিরের ছবিওয়ালা এই  নতুন নোটের ডিজাইনে শীলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক বলে সূত্রের খবর।

জানিয়ে রাখি ২০০৫ সালে শেষবার নতুন নক্সার ১০ টাকার নোট বাজারে এনেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।তারপর এই নতুন নোট। ইতিমধ্যেই ১০০ কোটি পিস নতুন নোট ছাপানো হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

তবে নতুন নোট বাজারে আসা ও তৎক্ষণাৎ তার জাল তৈরী হয় যাওয়া আমরা এর আগে ২০০০ ও ৫০০ টাকার বেলায় দেখেছি।  যদিও জাল নোটের কারবারি রুখতে গত বছরের অগাস্টেই ৫০ ও ২০০ টাকার নতুন নোট নিয়ে এসেছে বাজারে। এগুলি প্রত্যেকটিই মহাত্মা গান্ধী সিরিজের নোট।

Related Posts

Leave a Reply