November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

করোনা গ্রাসে বড়দিন-নববর্ষ সেলিব্রেশন 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

ভারতের রাজধানী নয়াদিল্লি ওমিক্রন ভ্যারিয়েন্টের সম্ভাব্য বৃদ্ধি’র আভাস পেয়ে বড়দিনে পালন ও নববর্ষ সহ অন্যান্য উদযাপন নিষিদ্ধ করেছে।

মহারাষ্ট্র রাজ্যের পর দিল্লিতেই সর্বোচ্চ সংখ্যক মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। ২৪ঘন্টার মধ্যে, ১৫টি রাজ্যে আরও ১৩টি ওমিক্রনে আক্রান্তের ঘটনা ঘটেছে। এ নিয়েভারতের ওমিক্রনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে।মহারাষ্ট্রের রাজ্য সরকার জনগণকে সমাবেশ এড়াতে পরামর্শ দিয়েছে। তবে ভারতে এখনপর্যন্ত এই নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকে কোনো মৃত্যুর ঘ্টনা ঘটেনি।

এই বিষয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বেশিরভাগ ওমিক্রন আক্রান্ত কেসগুলোউপসর্গবিহীন।

দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, দিল্লির জাতীয়রাজধানী অঞ্চলে বড়দিন বা নববর্ষ উদযাপনের জন্য কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাবেশ,জামাত করা যাবে না।

মঙ্গলবারের শেষের দিকে, স্বাস্থ্য মন্ত্রক রাজ্যগুলোকে সম্ভাব্য সংক্রমণ বৃদ্ধির জন্য প্রস্তুতহওয়ার আহ্বান জানিয়েছে এবং তাদের ভিড়, বড় জমায়েত, বিবাহ এবং অফিসগুলোতেবিধিনিষেধ আরোপের জন্য সবুজ সংকেত দিয়েছে।

দিল্লি সরকার রেস্তোঁরাগুলোকে ৫০% বসার ক্ষমতার সীমাও আরোপ করেছে এবং বিবাহেরঅনুমতিপ্রাপ্ত লোকের সংখ্যা ২০০ জনে সীমাবদ্ধ করেছে।

কিছু রাজ্য এবং বিশেষজ্ঞদের কাছ থেকে ভারত সরকারের কাছে বুস্টার ডোজ আহ্বান করা হলেও, ভারত সরকার এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি।

দক্ষিণাঞ্চলীয় শহর কোচির রাজগিরি কলেজ অফ সোশ্যাল সায়েন্সেসের স্বাস্থ্য অর্থনীতিবিদরিজো জন টুইটারে বলেছেন, অবশ্যই (আমাদের) পাহারা ছেড়ে দেওয়ার বা আত্মতুষ্টহওয়ার সময় নয়। কারণ হুমকিটি বড় আকার ধারণ করছে।

Related Posts

Leave a Reply