এবার স্ববেতন পিতৃত্বকালীন ছুটি পাবেন নিউ ইয়র্কের শিক্ষকরা
কলকাতা টাইমসঃ
প্রথমবারের মতো স্ববেতন পিতৃত্বকালীন ছুটি পাচ্ছেন নিউ ইয়র্কের শিক্ষকরা। বুধবার এই ঘোষণা করেছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিয়োর। এর আগে মেয়র, শিক্ষক সমিতি এবং স্কুল ডিস্ট্রিক্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, দেড়শো বছরের পুরনো স্কুল ডিস্ট্রিক্টে বেতনসহ কোন ছুটির বিধি এতদিন ছিল না।
ঘোষণা অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর নতুন শিক্ষাবর্ষ থেকেই এই চুক্তি কার্যকর হবে। এর ফলে এই সুবিধা পাবেন ৭৯ হাজার শিক্ষকসহ স্কুলের নার্স, থেরাপিস্ট, গাইডেন্স কাউন্সিলর, অফিস-সেক্রেটারিসহ অন্যান্য কর্মচারি মিলিয়ে মোট এক লাখ ২০ হাজার জন ব্যক্তি। যেসব শিক্ষক-কর্মচারি শিশু দত্তক নেবেন, তারাও এই সুবিধা নিতে পারবেনবলে জানিয়েছেন মেয়র। স্কুল ডিস্ট্রিক্ট সূত্রে বলা হয়েছে, বছরে ৪ হাজারের অধিক শিক্ষক-কর্মচারি পাবেন এই সুবিধা। সবমিলিয়ে সদ্যোজাতের পিতারা ১২ থেকে ১৪ সপ্তাহ ছুটি নিতে পারবেন।