১৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৪ রান নিউজিল্যান্ডের
কলকাতা টাইমসঃ
বিশ্বকাপ ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। কিছুটা শ্লথ গতিতেই শুরু করেন তারা। ১৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৪ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড।
এর আগে তিনবার ফাইনালে পরাজয় মেনে নিতে হয়েছে ইংল্যান্ডকে। ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২ সালে বিশ্বকাপের ফাইনাল খেলেছে তারা। ইংল্যান্ড এই নিয়ে চারবার বিশ্বকাপ ফাইনালে উঠলে, নিউজিল্যান্ড এই নিয়ে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপের ফাইনাল খেলছে। প্রথম খেলেছে গত বিশ্বকাপে। সেবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে গিয়েছিল কিউইরা।