মুক্তি মেলেনি তাই অন্যদেরও শান্তি দেয় না সেই অতৃপ্ত নববধূর!
অনেকেই হয়ত ভূতে বিশ্বাস করেন না! যুক্তিবাদী মানুষ তো হেসেই উড়িয়ে দেন প্রচলিত অলৌকিক কাহিনীগুলিকে৷ কিন্তু আত্মার উপস্থিতি আজ অবধি কেউ জোর গলায় অস্বীকার করতে পারেননি৷ প্রচলিত আছে, অপঘাতে মৃত্যু হলে নাকি সেই ব্যক্তির আত্মা মুক্তি পায়না৷ যে স্থানে মৃত্যু হয়েছিল, সেই স্থানের আশেপাশেই নাকি সে ঘুরে বেড়ায়৷ জেনে কিংবা অজান্তে মানুষের ক্ষতি করে!
আজ বলবো এমনই এক অতৃপ্ত আত্মার কথা! শোনা যায়, রাশিয়ার সেই নববধূ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন৷ মৃত্যুর ২৭ বছর পরও তার মুক্তি মেলেনি৷ আজও তাকে ওই দুর্ঘটনাস্থলে দেখা যায়৷ শুধু দেখা দিয়েই মিলিয়ে যায়না এই অশরীরী৷ অনিষ্টও করে সেই পথের যাত্রীদের৷ ঠিক ঘটনাস্থলেই আরও ১০ টি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে৷ শুধু তাই নয়, শোনা যায়, ওই পথ গিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাড়ির চালকরা নানা ধরনের ভয়ের ঘটনার সম্মুখীন হন৷ চলার পথে হঠাৎই নাকি রাস্তা কুয়াশায় ঢেকে যায়, কখনও আবার অদ্ভুত সব আওয়াজ শুনতে পাওয়া যায় ওই পথ দিয়ে যাওয়ার সময়৷
মস্কোর এই ঘটনা এবং কয়েকদিন আগে এক গাড়িচালক করিনা দিমিত্রিভা ভিডিও রেকর্ড করেন৷ ভিডিওতে সাদা পোশাক পরা এক ছায়ামূর্তি স্পষ্ট! একবার তাকে দেখা যাচ্ছে, পরের মুহূর্তেই মিলিয়ে যাচ্ছে৷
এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে৷ ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ৷ ঘোস্ট হান্টাররাও সেই স্থানে গিয়ে সন্দেহজনক ব্যাপার লক্ষ্য করেছেন৷
শোনা যায়, ওই পথ দিয়ে ঘুরতে যাচ্ছিলেন নবদম্পতি৷ ঠিক ২৭ বছর আগে৷ কিন্তু লরির ধাক্কায় গুরুতর জখম হন দু’জনই৷ স্বামী বেঁচে গেলেও মারা যান স্ত্রী৷ কিন্তু তার সংসার করার স্বপ্ন রয়ে যায় অধরাই৷ আর তাই এখনও রয়ে গিয়েছে সেই রাস্তায় তার অশরীরী!