নিউজিল্যান্ডের নিউজপেপারগুলোয় আজ নিহতদের সম্মান জানিয়ে ‘সালাম’
কলকাতা টাইমসঃ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসবাদী হামলারয় ৫০ জন নিহত হন গত ১৫ মার্চ। আহত হন বহু। ভয়াবহ ওই হামলার এক সপ্তাহ পূর্ণ হলো আজ। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সেদেশের সমস্ত দৈনিক কাগজগুলোর প্রথম পাতায় ছাপা হয়েছে আরবি শব্দ ‘সালাম’, যার অর্থ শান্তি।
সালাম শব্দের পাশাপাশি পত্রিকাগুলোতে নিহতদের নাম ও ছবি ছাপা হয়েছে। পত্রিকার প্রথম পাতার ওপরে রয়েছে সালাম এবং এর নিচেই নিহতদের নাম। একই সঙ্গে ওই মস জিদের সামনেই আয়োজন করা হয় বিশাল শোকসভার। এছাড়াও নিউজিল্যান্ডের সমস্ত মহিলারা আজ ‘হিজাব’ পরে নিহতদের প্রতি সন্মান জানান।