ভূপতিত ‘নিউটন অ্যাপেল ট্রি’
কলকাতা টাইমসঃ
ভেঙে পড়লো ‘নিউটন অ্যাপেল ট্রি’। কেমব্রিজ ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনে থাকা বিখ্যাত এই আপেল গাছটি ঝড়ে ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। ওই গার্ডেনের কিউরেটর স্যামুয়েল ব্রোকিংটন বলেন, ‘১৯৫৪ সালে গাছটি লাগানো হয়েছিলো।
জানা যাচ্ছে, গার্ডেনের প্রবেশ পথে এটা দাঁড়িয়েছিলো ৬৮ বছর। গাছটি আসলে স্যার আইজ্যাক নিউটনের মাথায় আপেল ফেলা গাছের ডাল থেকে ক্লোন করা।’ তবে বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ জানিয়েছে গাছটির তিনটি কোলন চারা তাদের কাছে আছে। নিউটনের স্মৃতি রক্ষায় শিগগিরই এই বাগানে তা লাগানো হবে।