November 25, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

নিউটন, গ্যালিলিও, কোপারনিকাসের দুষ্প্রাপ্য সব বইয়ের সন্ধান পাওয়া গেলো পোড়ো বাড়ির মাটির নিচে !  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

নিউটন, গ্যালিলিও, কোপারনিকাস ও স্প্যানিশ চিত্রশিল্পী ফ্রান্সিসকো গোয়ার মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের ২০০টি দুষ্প্রাপ্য বই। উত্তর-পূর্ব রোমানিয়ার নিমৎজ গ্রামের একটি পুরনো বাড়ির মাটির তলা থেকে উদ্ধার করা হয় এই বইগুলি! বইগুলির বেশিরভাগই ষষ্ঠদশ এবং সপ্তদশ শতকের। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই বইগুলির কোনও দ্বিতীয় সংস্করণ নেই। ফলে আন্তর্জাতিক সংস্কৃতি এবং ঐতিহ্যের দিক থেকেও এই সব বইয়ের গুরুত্ব অপরিসীম।

জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারি মাসে লাস ভেগাসে নিলামে নিয়ে যাওয়ার আগে ফেল্টহ্যামের ওয়্যারহাউস থেকে বইগুলো ডাকাতি হয়ে যায়। ভয়াবহ সেই ডাকাতির পর বিভিন্ন দেশের গোয়েন্দারা ঘটনার তদন্তে নামে। শেষপর্যন্ত তিন বছরের চেষ্টায় এই মহামূল্যবান বইগুলির সন্ধান পেলো রোমানিয়ান পুলিশ।

 

Related Posts

Leave a Reply