আগামী রবিবার নিকের সঙ্গে এনগেজমেন্ট -এর পার্টির আয়োজন করছে প্রিয়াঙ্কার পরিবার
কলকাতা টাইমসঃ
শুধু ভারতীয় মিডিয়াই নয়, প্রিয়াঙ্কা আর নিকের প্রেমের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে আন্তর্জাতিক গণমাধ্যমও। পিপলস ম্যাগাজিন এবং ই! নিউজ দুই সংবাদমাধ্যম এই বিষয়ে নিয়মিত আপডেট দিয়ে চলেছে। আর তা থেকেই জানা গেছে, গত জুলাই মাসেই প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের মধ্যে এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে। আর আগামী রবিবার হতে চলেছে এনগেজমেন্ট পার্টি। আর এই পার্টিতে অংশ নিতেই নিকের পরিবারের সদস্যরা এখন মুম্বাইয়ে রয়েছেন।
ই! নিউজ জানাচ্ছে, আগামী উইকএন্ডে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার পরিবার একত্র হচ্ছেন। এর কারণ তাঁদের এনগেজমেন্ট পার্টি। এই প্রথম দুই লাভ বার্ডের পরিবার একত্রিত হবে এবং নিজেদের মধ্যে পরিচয় পর্বটা সেরে নেবে। প্রিয়াঙ্কার পরিবারের তরফ থেকেই এই পার্টির আয়োজন করা হবে বলে জানা গেছে। প্রিয়াঙ্কা চোপড়া তাঁর নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিংক’-এর শুটিংয়ের জন্য বর্তমানে ভারতেই রয়েছেন। জানা গেছে, প্রিয়াঙ্কার ৩৬তম জন্মদিনে নিক তাঁকে বিয়ের প্রস্তাব দেন এবং সেই ঘটনাটি ঘটে লন্ডনে।