January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ফের বার্সেলোনায় ফায়ার আস্তে চান ‘অনুতপ্ত’ নেইমার! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ফের বার্সেলোনায় ফায়ার আস্তে চান ‘অনুতপ্ত’ নেইমার! বহুল আলোচিত দলবদলের পর আবারও খবরের শিরোনামে উঠে আসছে নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জন। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোর দাবি, ক্যাম্প ন্যুতে ফেরার জন্য নিয়মিত বার্সার কাছের লোকজনের সঙ্গে যোগাযোগও চালিয়ে যাচ্ছে নেইমার।

গত বছরের আগস্টে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা অধ্যায়ের (২০১৩-১৭) ইতি টেনে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ট্রান্সফার ফি টাকার অঙ্কে ২ হাজার ২৬৬ কোটি ১১ লাখের কিছু বেশি। তবে বছর পেরোতেই তার বার্সায় প্রত্যাবর্তনের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল স্প্যানিশ গণমাধ্যমে। এদিকে, বার্সা কোচ আর্নেস্টো এই খবরকে ‘কল্পনা’ হিসেবে ব্যক্ত করেছেন। তবে সম্ভাবনাটা উড়িয়ে দেওয়ার পক্ষে নন কাতালান মিডফিল্ডার ইভান রাকিটিচ। বরং তিনি তার প্রাক্তন টিমমেটের ক্লাবে ফিরে আসার ভাবনাকে স্বাগতই জানাচ্ছেন।

এই ব্যাপারে রাকিটিচে জানান, নেইমার আমাকে কোনো কিছুই বলেনি, কিন্তু এটা যদি আমার হাতে থাকতো তার জন্য এখনই ফেরার দরজা খুলে দিতাম। শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই নয়, সে যে ধরনের খেলোয়াড় তার জন্য। আমি সব সময়ই নেইমারকে আমার দলে রাখবো।

Related Posts

Leave a Reply