অবশেষে কোপা আমেরিকায় খেলতে রাজি হলেন নেইমাররা
কলকাতা টাইমসঃ
টালমাটাল কোপা আমেরিকা কাপ নিয়ে কিছুটা আশার আলো দেখা শুরু করতে পারেন ফুটবল প্রেমীরা। কারণ হিসেবে জানা যাচ্ছে কার্যত বেঁকে বসা ব্রাজিলিয়ান ফুটবলাররা কোপায় খেলতে সম্মত হয়েছেন। প্রসঙ্গত, এবছরের কোপার আসরটি বসার কথা ছিলো কলম্বিয়া এবং আর্জেন্টিনায়। মূলত কলম্বিয়া সেদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে এবং আর্জেন্টিনা করোনার বর্তমান পরিস্থিতির কারণে আয়োজক দেশ হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।
এরপরই আয়োজক দেশ হিসেবে ব্রাজিলের নাম প্রস্তাব করা হয় এবং তারা রাজিও হয়। কিন্তু করোনার ভয়াবহ পরিস্থিতির কথা ভেবে একে একে বেঁকে বসতে শুরু করেন ব্রাজিলের ফুটবলাররা। সূত্রের খবর, নিজেদের মধ্যে বিস্তর আলোচনার পর তারা অবশেষে লাতিন আমেরিকার এই ফুটবল আসরে খেলতে রাজি হয়েছেন। শিগগিরই ব্রাজিলের ফুটবলাররা এক বিবৃতির মাধ্যমে তাঁদের খেলার বিষয়ে সবুজসংকেত দেবেন বলে খবর পাওয়া যাচ্ছে।