February 23, 2025     Select Language
Uncategorized

নেইমারে উৎসাহ নেই রোনাল্ডোর 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

বিশ্বকাপ শুরুর আগেই নাকি রিয়াল মাদ্রিদে চলে আসছেন নেইমার! কোচ জিনেদিন জিদানও জানিয়েছিলেন ‘রিয়ালে রোনাল্ডো-নেইমার রসায়ন জমতেই পারে’। তবে ব্রাজিলিয়ান তারকার দলবদলের এই গুজবে খুব বেশি মাথা ঘামাচ্ছেন না রিয়ালের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

রিয়াল ছেড়ে ম্যানইউতে যাওয়ার গুজব রটেছিল রোনাল্ডোর বিরুদ্ধেও। শেষ পর্যন্ত হয়নি। ৩৩ বছর বয়সে দলবদল নিয়ে না ভেবে এখন চ্যাম্পিয়নস লিগ ফাইনালেই সব মনোযোগ তাঁর, ‘আমি ভালো আছি, সুখেই আছি। সহজভাবে বলব, মাদ্রিদের প্রেমে ডুবে আছি। কিন্তু সব কিছু আমার ওপর নির্ভর করে না। আমার বয়স ৩৩, কিন্তু আমার শরীরটা ২৩ বছর বয়সী তরুণের মতো। খেলতে চাই ৪১ বছর বয়স পর্যন্ত।’ এদিকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে নাম লিখিয়ে উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রোস। তাঁর কাছে এটা পাগলামি, ‘একটা ফাইনাল খেলা কঠিন, দুটি খেলা আরো কঠিন। আর টানা তিনটি ফাইনাল এককথায় পাগলামি!’

 

Related Posts

Leave a Reply