বিশ্বকাপের প্রথম রেকর্ডটি করে ফেললেন নেইমার !
কলকাতা টাইমসঃ
৫১ মিনিটে নেইমার ও ৮৮ মিনিটে বদলি ফিরমিনোর গোল ব্রাজিলকে পৌঁছে দিয়েছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। তবে এই ম্যাচেই মেক্সিকোর বিরুদ্ধে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারে ষষ্ঠ গোলটি করে ফেললেন নেইমার। এই গোলগুলো দিতে নেইমারের মোট ৩৮টি শট খেলতে হয়েছে। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন রাশিয়ার বিশ্বকাপ আসর থেকে বিদায় নেওয়া লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
নেইমার ২০১৮ বিশ্বকাপে এখনও পর্যন্ত ২টি গোল করেছেন। আর ২০১৪ -র ঘরের মাঠে তিনি করেছিলেন ৪টি গোল। এদিকে ৬টি গোল করতে আর্জেন্টাইন অধিনায়ক মেসির লেগেছে ৬৭টি শট। পর্তুগাল তারকা রোনাল্ডোর লেগেছে ৭৪টি শট।