২৩ যুবকের সঙ্গে ২ সপ্তাহও প্রেম টিকলো না নেইমারের মায়ের
কলকাতা টাইমসঃ
মাত্র ২ সপ্তাহেই মোহো ভাঙলো ব্রাজিলিয়ান তারকা নেইমারের মায়ের। নিজের ছেলের থেকেও ৫ বছরের ছোটো এক যুবকের সঙ্গে প্রেমে ইতি টানলেন তিনি। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারের মা। মাত্র দু,সপ্তাহ আগেই ৫২ বছর বয়সী নাদিন (নেইমারের মা) ইন্সটাগ্রামে জানান, ২৩ বছর বয়সী থিয়াগো রামোসের সঙ্গে তিনি ডেটিং করছেন।
জানা যাচ্ছে, এক সময় স্পেনে চুটিয়ে ফুটবল খেলা রামোস বেশ কয়েকজন পুরুষের সঙ্গে সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এমনকি তিনি তিন তিনটি সমকামী বিবাহও করেছেন বলে খবর।এমনকি বয়স্ক মহিলাদের সঙ্গেই সম্পর্কে জড়াতে পছন্দ করতেন রামোস। এই ঘটনা জানার পরই রামোসকে নেইমারের মা তার ঘর থেকে বের করে দিয়েছেন বলে খবর।