আইএস এদেশেও দেশে তৈরী করছে সদস্য, ৩০টি জায়গায় থাবা এনআইএয়ের
কলকাতা টাইমস :
ভারতে ডাল-পালা বিস্তার করতে রীতিমত প্রশিক্ষণ শিবির চালাচ্ছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সেই প্রশিক্ষন শিবিরের আড়ালে বড়সড় হামলার ছক কষছে জেহাদিরা বলে গোয়েন্দা সূত্রে খবর। এই সূত্র শনিবার দেশের দুই রাজ্যের অন্তত তিরিশটি জায়গায় অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
সূত্রের খবর, দেশের দুই রাজ্য তামিলনাড়ু ও তেলেঙ্গানার অন্তত তিরিশটি জায়গায় ম্যারাথন অভিযান শুরু করেছে এনআইএ। সেখানে প্রশিক্ষণ শিবির চালাচ্ছিল ইসলামিক স্টেট। এদিন, কোয়াম্বাটরে ২১টি জায়গায় হানা দেন গোয়েন্দারা। চেন্নাইয়ের তিনটি ও হায়দরাবাদের পাঁচটি ও তেনকাসির এক জায়গায় অভিযান চালায় এনআইএ। বলে রাখা ভালো, ৬ সেপ্টেম্বর ইসলামিক স্টেটের ত্রিচুর মডিউলের প্রধান সৈয়দ নবিল আহমেদকে চেন্নাই থেকে গ্রেপ্তার করে এনআইএ।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, কাশ্মীরে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার মতো জঙ্গি সংগঠনগুলির জায়গা নিতে চাইছে আইএস (খোরাসন)। বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে জামাত-উল-মুজাহিদিনের হাত ধরে ঢুকে পড়েছে সংগঠনটি। বিশ্লেষকদের সাফ কথা, আইএস শুধুমাত্র একটি সংগঠন নয়। এটি মতাদর্শ। যার উদ্দেশ্য গোটা বিশ্বে শরিয়ত আইন লাগু করে ‘খিলাফত’ প্রতিষ্ঠা করা। আর এর জন্য ভারতীয় মহাদেশে প্রস্তুতি শুরু করেছে সংগঠনটি।