January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

বিদেশ নয়, রাজস্থানের উমেদ ভবনে বসছে নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর   

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

গামী ১ ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন প্রিয়াংকা চোপড়া। তবে বিদেশের মাটিতে নয়, বিদেশি প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধার জন্য দেশের মাটিকেই বেছে নিয়েছেন বলিউড অভিনেত্রী। রাজস্থানের যোধপুরের উমেদ ভবনে নিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন প্রিয়াংকা। তবে এই বিলাস বহুল উমেদ ভবন প্যালেসের একদিনের খরচ শুনলে চোখ কপালে উঠবে যে কারও। ৬০ হাজার ডলার।

তৎকালীন মহারাজা উমেদ সিং কৃষকদের কর্ম-সংস্থানের জন্য এই প্রাসাদ নির্মাণ করেছিলেন। বর্তমানে তাজ হোটেলের পক্ষ থেকে এই প্রাসাদটিতে পাঁচতারা হোটেল চালানো হয়। কিছুদিন আগে সারা বিশ্বের অন্যতম সেরা ১৫টি হোটেলের মধ্যে এটিকে অন্যতম বলে নির্বাচন করেন ট্রিপ অ্যাডভাইজাররা। এই প্রাসাদ বা হোটেলের অন্দরমহল এককথায় অনবদ্য ও অসাধারণ। তবে প্রিয়াংকা বিয়ের অনুষ্ঠান উমেদ ভবন প্যালেসে হলেও তাঁর সঙ্গীত ও মেহেদির অনুষ্ঠানের জন্য মেহেরানগড় দুর্গকে বেছে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Related Posts

Leave a Reply