ওফফ ! একে রাজকীয় বিয়ে বলে বুঝি? চেয়ে রইল নাইজেরিয়া
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
নাইজেরিয়ায় প্রেসিডেন্টের ছেলের রাজকীয় বিয়েতে আয়োজনের কোনো কমতি ছিল না। দেশটির উত্তরাঞ্চলীয় কানো শহরের বিমানবন্দরে একের পর এক ব্যক্তিগত নামতে দেখা যায়। রানওয়েতে যেন বিমানের মেলা বসেছিল। দেশটির অভিজাত লোকজন এবং পশ্চিম আফ্রিকার বিশিষ্ট ব্যক্তিরা মুহাম্মাদু বুহারির ছেলের বিয়েতে অংশ নেন।
বুহারির ছেলে ইউসুফ বুহারি এবং দেশটির অন্যতম ধর্মীয় নেতা এবং কানোর বর্তমান আমির নাসির আডো বায়েরোর মেয়ে জাহরা নাসির বায়েরোর এই রাজকীয় বিয়ে চলতি বছর দেশটির সবচেয়ে আলোচিত ঘটনা বলা যায়।
কানো রাজ্যের এমির অব বিচি প্যালেসে হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এক ঐতিহাসিক বিবিসিকে বলেন, প্রেসিডেন্ট পরিবারের কোনো সদস্যের সঙ্গে রাজকীয় পরিবারের কারও বিয়ের ঘটনা নাইজেরিয়ায় অনেকটাই অপ্রত্যাশিত ঘটনা।
মূলত ব্রিটেনের সারে বিশ্ববিদ্যালয়ে এই দু’জনের প্রথম দেখা এবং সেখান থেকেই পরিচয়। শনিবারও বিয়ের কিছু আনুষ্ঠানিকতা পালন করতে দেখা গেছে।
বিয়েতে বরের পরিবার কনের পরিবারকে পাঁচ লাখ নাইরা পরিশোধ করেছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সাধারণত বিয়েতে বরের পরিবার যে পরিমাণ অর্থ পরিশোধ করে থাকেন এই অর্থের পরিমাণ তার চেয়ে ১০ গুণ বেশি।বিয়েতে বেশিরভাগ অতিথিদের মাস্ক পরে থাকতে দেখা গেছে। বর্তমানে সংক্রমণ কমিয়ে আনতে লড়াই করছে নাইজেরিয়া। দেশটিতে সংক্রমণ বাড়তে শুরু করেছে।
রাজকীয় এই বিয়েতে দেশের বিভিন্ন স্থান থেকে শীর্ষ রাজনীতিবিদ এবং বিভিন্ন অঞ্চলের শাসক ছাড়াও বিরোধী দলের অনেক নেতাকেও অংশ নিতে দেখা গেছে। এদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির পূর্বসূরি গুডলাক জোনাথন। ২০১৫ সালের নির্বাচনে বুহারি তাকে হারিয়ে জয়লাভ করেন। এছাড়া বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন গাম্বিয়ার ফার্স্ট লেডি ফাতৌমাতা বাহ ব্যারো ও প্রতিবেশী নাইজারের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু ইসোউফু।