November 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নাইজেরিয়ায় কৃষক সংঘর্ষে ৮৬ জনের মৃত্যু !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

নাইজেরিয়ায় কৃষক ও মেষপালকদের সংঘর্ষে ৮৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সেদেশের প্লাতেউ প্রদেশের পুলিশ জানিয়েছে, নাইজেরিয়ার এই প্রদেশের তিনটি অঞ্চলে কারফিউ জারি করেছে নাইজেরিও সরকার।

জানা গেছে গত বৃহস্পতিবার বিরম জাতিগোষ্ঠীর কৃষক ও ফুলানি মেষপালকদের মধ্যে প্রবল সংঘর্ষ হয়।  ওই দিন বিরম কৃষকদের হামলায় পাঁচজন নিহত হন। এরপর শনিবার সেই সংঘর্ষ আরও বোরো আকার ধারণ করে। নিহতের সংখ্যা অনেকটাই বেড়ে যায়।

রাজ্য পুলিশ কমিশনার আনদি আদি সংবাদমাধ্যমকে জানান, সংঘর্ষের ঘটনায় মোট ৮৬ জন নিহত হয়েছে। পুলিশ গ্রামগুলোতে তল্লাশি অভিযান শুরু করেছে। তিনি আরও জানান, সংঘর্ষে ৫০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।এছাড়াও ১৫টি মোটরসাইকেল ও দু’টি বসে আগুন লাগিয়ে দেয়। এদিকে সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রদেশের রিয়ম, বারিকিন লাদি ও জস সাউথ এলাকায় কারফিউ জারি থাকবে।

 

Related Posts

Leave a Reply