কলকাতাতেও নীরব মোদির ছোঁয়া, নক্ষত্রের শোরুমে ইডি হানা

হানা দেওয়া হয় গড়িয়াহাট, এলগিন রোড, অ্যাক্রোপলিসের শোরুমেও। ইডি হানার ভয়ে বন্ধ সিটি সেন্টার ওয়ানের নক্ষত্রের শোরুম। আশঙ্কা থেকেই মালপত্র গুটিয়ে রেখে শোরুম বন্ধ করে দেন কর্মীরাই। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় মোদী সরকার। নীরবকাণ্ডে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুললেন তিনি। তাঁর অভিযোগ, এই কেলেঙ্কারিতে অন্য ব্যাঙ্কেও জড়িত।
রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করে বলেন, ‘এটি হিমশৈলের একটি চূড়ামাত্র। নোট বাতিলের সময়েই ব্যাঙ্কিং প্রতারণা অনেক বেড়েছে। এই ঘটনায় আরও অনেক ব্যাঙ্ক জড়িত।