কংস এখানে রাবন, নীতীশ রাম, পোস্টার ঘিরে উত্তাল বিহার
শনিবার সকাল থেকেই এই পোস্টার ঘিরে শোরগোল। বিহারের মহাগঠবন্ধন সরকারের শরিক আরজেডির নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু-পত্নী রাবড়ি দেবীর বাসভবনের সামনে এই পোস্টার দেখা গিয়েছে। তাছাড়া পাটনায় দলীয় কার্যালয়ের সামনেও এমন পোস্টার দেখা গিয়েছে। বিহারের একাধিক জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে। বিভিন্ন মহলের দাবি, মহাগঠবন্ধনের তরফে পোস্টার দেওয়া হয়েছে। লেখা রয়েছে, ‘মহাগঠবন্ধন জিন্দাবাদ’ স্লোগানও। রয়েছে রাজ্যের আরজেডির সাধারণ সম্পাদক পুনম রাইয়ের ছবিও।
পুরো বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে বিজেপির বিহারের মুখপাত্র নওলকিশোর যাদব বলেন, “নীতীশ কুমার এখন লড়াইয়ে নতুন এসেছেন। আগেই মায়াবতী, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পট্টনায়েকরা মোদি বিরোধী মুখ হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরাজিত করা অসম্ভব। ২০৩৪ সাল পর্যন্ত তিনিই ক্ষমতায় থাকবেন।” এদিকে, আরজেডির পক্ষ থেকে যদিও এই পোস্টারগুলির বিষয়ে দল ওয়াকিবহাল নয় বলেই দাবি করা হয়েছে।