৫৫ বছরে প্রথম প্রধান অতিথি শূন্য সাধারণতন্ত্র, বাতিল মোটর সাইকেল স্টান্টও!
কলকাতা টাইমস :
করোনাভাইরাস যেমন পাল্টে দিয়েছে মানুষের জীবন তেমনই প্যানডেমিকের জেরে পালটেছে একাধিক পরিস্থিতি। এবার পালটাচ্ছে সাধারণতন্ত্র দিবসের বহু পুরনো প্যারেডের চিত্র। আগামীকাল ৭২তম সাধারণতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে প্রতি বছরের মতো প্যারেডের আয়োজন হয়েছে রাজপথে। কিন্তু করোনার কথা মাথায় রেখে, শারীরিক দূরত্ব বজায় রেখে কুচকাওয়াজে অনেকটাই পরিবর্তন করা হতে পারে বলে জানা গিয়েছে।
এছাড়াও দিল্লির বুকে আন্দোলন চলাকালীন এটি দ্বিতীয় বছর কুচকাওয়াজ হতে চলেছে। গত বছর অর্থাৎ ২০২০ সালে নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA-র বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছিল দিল্লিতে। এবার নয়া কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন হাজার হাজার কৃষক।
জানা গিয়েছে, এই বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক পরিবর্তন আসছে অনুষ্ঠানে। কমছে প্যারেডের রুট, কমছে সাধারণ মানুষের উপস্থিতি।