আরও অন্তত একটি বছর সন্তান ধারণে ‘না’ শ্রীলংকায়
কলকাতা টাইমসঃ
আরও অন্তত একটি বছর নতুন করে সন্তান ধারণ না করার পরামর্শ দিলো শ্রীলংকান স্বাস্থ্য মন্ত্রক। মন্ত্রকের দাবি, বর্তমান করোনা অতিমারীর আবহে তাদের দেশে বহু প্রসূতি দ্রুত করোনা আক্রান্ত হচ্ছেন। তাদের মৃত্যুহারও অত্যন্ত বেশি।
জানা গেছে, শ্রীলংকায় গত চার মাসে ৪০ জন গর্ভবতী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। সেদেশের হেলথ প্রমোশন ব্যুরোর পরিচালক চিত্রমালি ডি সিলভা বলেন, ‘সাধারণত বছরে ৯০ থেকে ১০০ জন প্রসূতির মৃত্যু হয়ে থাকে শ্রীলংকায়। কিন্তু করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় কিছুদিনের মধ্যেই ৪১ জন প্রসূতির মৃত্যু হয়েছে। আক্রান্ত প্রায় ৫ হাজার সন্তানসম্ভবা।’