বাবরি মসজিদের জন্য অযোধ্যায় জমি দেওয়া যাবে না: সুপ্রিম কোর্টে হিন্দু মহাসভা
কলকাতা টাইমসঃ
বাবরি মসজিদের জন্য অযোধ্যায় কোনো জমি দেওয়া যাবে না। এই দাবি নিয়ে অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনার আবেদন জানালো হিন্দু মহাসভা। আজ সোমবার সুপ্রিম কোর্টে এই মর্মে একটি আবেদন জমা করে তারা। হিন্দু মহাসভার আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন আজ সাংবাদিকদের জানান, অযোধ্যার যে কোনো জায়গায় মুসলিম সংগঠনকে পাঁচ একর জমি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আজই রায় পুনর্বিবেচনার আবেদন জমাদেন তারা।
দীর্ঘ সময় ধরে চলে আসা রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলা নিয়ে গত ৯ নভেম্বর ঐতিহাসিক এবং চূড়ান্ত রায় দেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তাতে বাবরি মসজিদের জায়গা রামলালার হাতে তুলে দেয় শীর্ষ আদালত। অন্যত্র পাঁচ একর জমি দিতে বলা হয়মসজিদ কতৃপক্ষকে। ইতিমধ্যেই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।