‘যাই হয়ে যাক ভ্যাকসিন নেবো না’ -নোভাক জোকোভিচ
কলকাতা টাইমসঃ
‘যাই হয়ে যাক করোনার ভ্যাকসিন নেবো না’ এমনটাই জানালেন নোভাক জোকোভিচ। ২০২২-এর অস্ট্রেলিয়ান ওপেনে শুধু টিকা না নেওয়ায় বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেলতে পারেননি। আদালতের দারস্থ হয়েও লাভ হয়নি। হতাশ হয়ে ফিরতে হয়েছে সার্বিয়ায়। এরপরও টিকা নিয়ে নাছোড়বান্দা নোভাক।২১তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের সুযোগ হাতছাড়া হওয়ার জন্য অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রীকেই দায়ী করে তিনি।
তবে অস্ট্রেলিয়ান ওপেন মিস করলেও টিকার বিষয়ে নিজের অবস্থান থেকে একেবারেই সরেননি জোকোভিচ। বাকি তিন গ্র্যান্ডস্ল্যাম অর্থাৎ ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন আর ইউএস ওপেনও মিস করতে তিনি রাজি। ৩৪ বছর বয়সী টেনিস তারকার কাছে প্রশ্ন ছিল তিনি কি টিকা-বিরোধী? উত্তরে জোকোর বলেন, না, আমি কখনোই টিকা-বিরোধী ছিলাম না। ছোটবেলায় তো কত টিকাই নিয়েছি। তিনি মনে করেন, টিকা নেওয়া বা না নেওয়া ব্যক্তির একান্ত নিজের পছন্দের ব্যাপার।
জোকোভিচ বললেন, আমার কাছে নিজের শরীরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়ার গুরুত্ব কোনো শিরোপা বা অন্য যে-কোনো কিছুর চেয়ে বেশি। জোকোভিচের এক কথা, কেউ তাকে টিকা নিতে বাধ্য করতে চাইলে তিনি তা মেনে নেবেন না।