১৮ বছর বয়স না হলে মোবাইলে না গুজরাটের এই গ্রামে
কলকাতা টাইমসঃ
১৮ বছরের কম বয়সীদের মোবাইল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো গুজরাটের একটি গ্রাম। যথেচ্ছ মোবাইল ব্যবহারের ফলে গ্রামের কিশোর-কিশোরীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এই ভাবনা থেকেই প্রাপ্তবয়স্ক না হলে মোবাইল ব্যবহার করতে পারবে না এই গ্রামের কোনো বাসিন্দা।
গ্রাম প্রধানের এই নির্দেশ অক্ষরে–অক্ষরে পালন করছেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি গুজরাটের মেহসানার লিচ গ্রামের। গ্রামে একটি বিশেষ বৈঠক ডেকে এলাকার বাসিন্দাদের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেন গ্রাম প্রধান অঞ্জনাবেন প্যাটেল। কেউই এই সিদ্ধান্তের বিরোধিতা করেননি।