হিলে আত্মবিশ্বাস? না পরেও নিজেকে লম্বা দেখাবেন যেভাবে
কলকাতা টাইমস :
এমন অনেকেই আছেন যারা হিল পরলে আত্মবিশ্বাস ফিরে পান। হিল ছাড়া লম্বা দেখানো যায় না এটা অনেকের ভুল ধারনা। যারা হিল পরতে পছন্দ করেন না তারা তারা পোশাক নির্বাচনের সময় একটু সচেতন হলেই হবে।
সেগুলো কী চলুন জেনে নিই।
>খুব বেশি রংচঙে পোশাক না পরে নিজের পছন্দের এক রঙের পোশাক বেছে নিন। একরঙা গাউনের সঙ্গে একটি উঁচু করে খোপা বা ঝুঁটি বেধে নিন। রঙের ক্ষেত্রে গাঢ় রঙের পোশাক পরুন।
> অনেকেই এখন জিন্সের সঙ্গে শার্ট কিংবা টি-শার্ট পরে। একটু লম্বা দেখাতে চাইলে জিন্স কিংবা প্যান্টের ভিতর টি-শার্ট গুঁজে পরুন।
> পোশাক নির্বাচনের সময়ে চেষ্টা করুন উল্লম্ব স্ট্রাইপযুক্ত জামা কেনার। এই ধরনের পোশাকেও লম্বা দেখাবে অথবা একরঙা জামা।
> চুলের বাঁধনে পরিবর্তন আনতে পারেন। এ ক্ষেত্রে একটু উঁচুতে ঝুঁটি বা খোঁপা করুন। আপনাকে দেখতে লম্বা লাগবে।