এলোনা কেউ, অগত্যা চার মেয়েই ভরসা
কলকাতা টাইমসঃ
‘সামাজিক দূরত্ব’ বজায় রাখুন। ভারতীয় সমাজে এই বার্তার এক ভয়াবহ প্রভাব দেখলো মানুষ। যক্ষায় আক্রান্ত পাড়ার পরিচিতের মৃত্যুতেই এগিয়ে এলোনা কেউ। হাজার বলেও কারো সাহায্য না পাওয়ায় এগিয়ে আসে তার চার মেয়ে। তারাই বাবারমৃতদেহ কাঁধে বয়ে সৎকারের ব্যবস্থা করলেন।
আলিগড়ের নুমাইশ ময়দানের চা-হেলিংয়ের বাসিন্দা বছর ৪৫ এর সঞ্জয় কুমার। পেশা চা বিক্রেতা।যক্ষ্মা আক্রান্ত সঞ্জয়ের একমাত্র চিকিৎসার জায়গা ছিল সরকারি হাসপাতাল। কিন্তু সেখানেও ওষুধ বাড়ন্ত। চরম দারিদ্রতার মধ্যেও কারও সাহায্য নেননি সঞ্জয় কুমার।প্রবল লড়াই চালিয়েও শেষরক্ষা হয়নি আর। অবশেষে মৃত্যু। তখন চার মেয়েই কাঁধেতুলে নেয় বাবার মৃতদেহ।