কোনো রেকর্ড নয়, বিশ্বকাপ জেতাটাই ছিল একমাত্র লক্ষ- শচীন
নিউজ ডেস্কঃ
১৬ মার্চ, ২০১৬। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ক্রিকেট বিশ্বকে সেঞ্চুরির সেঞ্চুরি উপহার দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। বাংলাদেশের বিরুদ্ধেই ইতিহাস গড়েছিলেন তিনি।
৯৯টি শতরানের পর ৩৩ ম্যাচের অপেক্ষা। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতরানের বিরল নজির তৈরি হয় মাস্টার ব্লাস্টারের ব্যাটে। ১০০ কোটির স্বপ্নপূরণ করে শচীন বলেছিলেন, ‘এই জায়গায় পৌঁছে আমার আর অন্য কিছুই ভাবার ছিল না। আমার জন্য এই পথ কঠিন ছিল। আমি শুরুটা ভাল করলেও অনেকবারই ভাগ্যের সঙ্গ পাইনি। জীবনে কতগুলি শতরান করেছি সেটা বড় কথা নয়, এরপরও এগিয়ে যেতে হবে।’
২০১১ সালে নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ৯৯তম শতরান করেছিলেন শচীন। এরপর ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া প্রতিটা সিরিজই কেবল অপেক্ষাতেই কেটেছে। ওভালে ৯১, কোটলায় ৭৬, ওয়াংখেড়েতে ৯৪, মেলবোর্নে ৭৩, সিডনিতে ৮০ রান। তবে খুব কাছে পৌঁছলেও তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি শচীন।
অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে সেই বহুপ্রতীক্ষিত গন্তব্যে পৌঁছন শচীন। যদিও, এই ১০০ শতরানের কথা ভেবে তিনি কখনওই ক্রিকেট খেলেননি। সম্প্রতি শচীন জানিয়েছেন, ‘১০০ শতরানের জন্য কখনও খেলিনি। ক্রিকেট বিশ্বকাপ জেতাই ছিল আমার স্বপ্ন।’ ২০১১ সালে ওয়াংখেড়েতে সেই স্বপ্ন পূরণ হয় শচীনের।