না, ইনি অমর্ত্য সেন নন
[kodex_post_like_buttons]

রজত পাল:
না, ইনি অমর্ত্য সেন নন. অনেক বেশি mature মানুষ. আলটপকা মন্তব্য করেন না খুব একটা. শুধু দুদিন আগে ‘ভারতে থাকলে নোবেল হত না’ শুনে মনটা খচখচ করে উঠেছিল. রবিঠাকুর, রমনদের দিন আর নাই.
আমার জ্ঞানবুদ্ধি কম. Bioscience বা physics chemistry র জন্য যে পরিকাঠামো লাগে Economics এরও কি তেমনই লাগে ? আর তবে যে শুনি যাদবপুর, JNU etc হল বিশ্বমানের ? নাকি এগুলো সিঁড়ির ধাপ ? আর ভারতের দরিদ্র মানুষেরা হল Research material. ..
ভালো একটা vicious circle
রবি ঠাকুর নোবেলের টাকার অংশভাগ বীরভূমের আদিবাসী উন্নয়নে কাজে লাগিয়েছিলেন । ইনি শুনে গেলেন, আর কোন কোন Scheme এ নিজেকে যুক্ত করবেন ।
আমাদের পুরানো নোবেল লরিয়েটরা তো দেশে থেকেই কাজ করে গেছেন জানতাম. কেন এঁরা দেশে ফিরে আসেন না, বলুন তো ?
এঁদের একেকটা সংস্থা আছে. আসবেন, জ্ঞান দেবেন, payment নেবেন. আর সরকারি দপ্তরগুলো সেসব implement করতে ঝাঁপিয়ে পড়বেন.
তারপর ?
এই ধরুন, primary school teacher রা সকালে স্কুলে গিয়ে বাজার টাজার করে রান্নার ব্যবস্থা করে student দের খাওয়াবেন. পড়াশোনা, রামো, ওসব পরে হবে, যদি সময় হয় আর ছাত্ররা খাইদাইয়ের পরে স্কুলে থাকে.
খোঁজ নিন, কটা সরকারি স্কুল বন্ধ হয়েছে গত 20 বছরে. আর কটা english medium স্কুল খুলেছে এ ক’ বছরে. আমার আপনার বাড়িতে যিনি রান্না করেন বা বাসন মাজেন তার বাচ্চাও সেসব স্কুলে যাচ্ছে কজন ?
একটু খোঁজ নিন বন্ধু.
দেশ এগিয়ে চলেছে….চলুক