দুটো হাত নেই, নেই একটা পা: এরপরেও অ্যাক্রোবেটিক পোল ড্যান্সিংয়ে বিশ্বজয়!
কলকাতা টাইমসঃ
দুটো হাত নেই, নেই একটা পা: এরপরেও অ্যাক্রোবেটিক পোল ড্যান্সিংয়ে বিশ্বজয়! মধ্য ইতালির পেরুজ্জিয়া শহরের ওই কিশোরীর নাম ফ্রাঞ্চেসকা। যার গল্প তাক লাগলো বিশ্বকে।
ফ্রাঞ্চেসকার জন্মই হয়েছে দুই হাত আর এক পা ছাড়া। প্রথমে নকল পা লাগানোর পর নকল কবজি লাগানোর পরও তা ব্যবহার করতে রাজি হয়নি ফ্রাঞ্চেসকা। নকল হাত নাকি তার ভালো লাগে না। পেরুজ্জিয়া শহরের মেয়েটি জানে, সফল হতে হলে নিরলস পরিশ্রমে আস্থা রাখতে হবে তাকে। মধ্য ইতালির পেরুজ্জিয়া শহরের মেয়েটি যত শেখে, শেখার আগ্রহ আরও বাড়ে তার। নিজের ঘরে তো অনুশীলন করেই, স্থানীয় জিমে গিয়েও প্রশিক্ষণ নেয় কোচ এলেনা ইম্ব্রোনিয়োর কাছে।
অ্যাক্রোবেটিক পোল ড্যান্সার হওয়ার স্বপ্নকে সঙ্গী করেই ফ্রাঞ্চেসকা মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন। হাত বা পা না থাকলেও যে অ্যাক্রোবেটিক পোল ড্যান্সার হওয়া যায়- তা এখনো কম মানুষই ভাবতে পারে। তাই প্রতিযোগিতায় ফ্রাঞ্চেসকার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।