কোনো ভ্যাকসিন-ই রুখতে পারবে না এই মহামারী !
কলকাতা টাইমসঃ
‘সুদূর ভিবিষ্যতে বিশ্বজুড়ে ভয়াবহ মহামারির আকার নিতে চলেছে ‘খরা’ বা তীব্র জলসংকট। ভ্যাকসিনের মাধ্যমে যার কোনো রকম মোকাবেলা করা সম্ভব নয়।’ এমনই ভয়াবহ বার্তা দিলো জাতিসংঘ। জাতিসংঘের এক প্রতিবেদন বলছে, উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ জলের অপব্যবহার এবং পৃথিবীজুড়ে জনঘনত্ব বৃদ্ধিই ডেকে আনতে চলেছে এই মহামারী।
আশংকা, কয়েক বছরের মধ্যেই তীব্র জলকষ্টে ভুগতে হবে বিশ্বের এক-পঞ্চমাংশ জনসংখ্যাকে। বিশ্ব উষ্ণায়নের কারণে ইতোমধ্যেই ভূগর্ভস্থ জলের পরিমাণে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। অস্বাভাবিকভাবে নেমে গিয়েছে জলস্তর। জানা যাচ্ছে, গত কুড়ি বছরে বিশ্বের প্রায় ১৫০ কোটি মানুষ খরার কবলে পড়েছে। যার ব্যাপক প্রভাব পড়েছে অর্থনীতিতে। বিশেষজ্ঞদের বার্তা, ভূগর্ভস্থ জলের অপচয় রোধ করতে বহুগুন বাড়াতে হবে কৃষিকাজ।