January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

নেই গ্রামের কিছু দেশ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কটা দেশ। কিন্তু, সেখানে নেই একটিও গ্রাম! সত্যিই এমনই কিছু দেশ রয়েছে এই ভূখণ্ডে। কেমন সেই দেশ? যেখানে নেই একটিও সবুজে ছাওয়া গ্রাম। আসলে এই দেশগুলি এতটাই ছোটো যে এখানে গ্রাম গড়ে ওঠার কোনো সুযোগই নেই।

মোনাকো: ইউরোপের এই দেশটির আয়তন মাত্র ২০২ হেক্টর। ২০১৭ সালের হিসেবে  দেশের জনসংখ্যা মাত্র ৩৮,৬৯৫ জন।

নাউড়ু: অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত ছোট্ট এই দ্বীপটি মাত্র ২০.৯৮ বর্গকিলোমিটারের। আর জনসংখ্যা কেবল ১৩,৭৪৯ জন।

সিঙ্গাপুর: এশিয়ার এই দেশটি তুলনায় একটু বড়। জনসসংখ্যার ঘনত্ব এখানে এতটাই বেশি যে মাত্র ৭২১ বর্গকিলোমিটার এলাকায় থাকেন ৫৬ লাখ মানুষ।

ভ্যাটিকান সিটি: ইউরোপের এই দেশটি ইটালির রাজধানী রোমের ঠিক মাঝখানে। ৪৪ হেক্টর জায়গায় বাস করেন মাত্র এক হাজার মানুষ।

অ্যাঙ্গুইলা: ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জের এই দেশে ১৪,৭৬৪ জন মানুষ বাস করেন ৯১ বর্গকিলোমিটার এলাকা জুড়ে।

বারমুডা: উত্তর আটলান্টিক মহাসাগরের এই দেশটি মাত্র ৫৩ বর্গকিলোমিটার। শেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ৬৫,৪৪১ জন।

কায়মান দ্বীপপুঞ্জ: পশ্চিম ক্যারিবীয় অঞ্চলের এই দেশে ৬১, ৫৫৯ জন মানুষের বাস৷ ২৬৪ দশমিক বর্গকিলোমিটার এলাকাজুড়ে বাস করেন তারা।

হংকং: রাজনৈতিকভাবে চীনের অংশ হলেও এই প্রদেশ বিশেষ স্বায়ত্তশাসন ভোগ করে। এখানকার আইন কানুন চীনের থেকে আলাদা। প্রায় ৭৪ লাখ মানুষ বাস করেন এখানে মাত্র এক হাজার বর্গকিলোমিটার এলাকায়।

ম্যাকাও: হংকংয়ের মতোই চীনের আরেকটি ছোট্ট অঞ্চলের নাম ম্যাকাও। এরাও ভোগ করে হংকংয়ের মতোই বিশেষ স্বায়ত্তশাসন। ১১৫ বর্গকিলোমিটার এলাকায় বাস করেন সাড়ে ৬ লাখের কিছু কম মানুষ।

Related Posts

Leave a Reply