সাহিত্যে নোবেল: জয়জয়কার পোল্যান্ড এবং অস্ট্রিয়ার
কলকাতা টাইমসঃ
এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন অস্ট্রিয়ার খ্যাতনামা সাহিত্যিক পিটার হান্দকে। একই সঙ্গে গত বছর অর্থাৎ ২০১৮ সালের নোবেল প্রাপকের নামও এদিন ঘোষণা করা হয়। গত বছরের নোবেল সন্মান ছিনিয়ে নেন পোলিশ সাহিত্যিক ওলগা তোকারচুক। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, সাহিত্যে নোবেল প্রদানের ব্যাপারে গত বছর ব্যতিক্রমী বিতর্কের কারণে সেই পুরস্কার প্রদান থেকে বিরত থাকে নোবেল কমিটি।
গত কয়েক বছর ধরেই সাহিত্যিক পিটার হান্দকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়ে আসছিলেন। অবশেষে ২০১৯ সালে তার ভাগ্য সদয় হলো।নোবেল পুরস্কার প্রদানকারী রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি আজ বৃহস্পতিবার ২০১৮ এবং ২০১৯ সালের নোবেল পুরস্কারের জন্য এ দুই সাহিত্যিকের নাম ঘোষণা করে।