পার্লামেন্টের ক্যান্টিন থেকে বিদায় নিতে চলেছে আমিষ পদ
কলকাতা টাইমসঃ
ভারতীয় পার্লামেন্টের ক্যান্টিন থেকে বিদায় নিতে চলেছে আমিষ পদ। সম্পূর্ণ নিরামিষ খাবার পার্লামেন্টের ক্যান্টিনে বিক্রি করার সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। এতদিন ক্যান্টিন পরিচালনার দায়িত্বে থাকা আইআরসিটিসিকেও বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।আইআরসিটিসি-র বদলে এবার ক্যান্টিন পরিচালনার দায়িত্বে বিকানিরওয়ালা বা হলদিরামের মধ্যে কোনো একটি বেসরকারি সংস্থা আসতে চলেছে।
লোকসভার স্পিকার ওম বিড়লা খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। খাবারের মান নিয়ে একাধিক অভিযোগ ওঠায় আইআরসিটিসি-কে ক্যান্টিনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। নতুন সংস্থাকে ‘নো প্রফিট নো লস’ ভিত্তিতে খাবার বিক্রি করার নির্দেশ দেওয়া হবে। এবার সংসদে ক্যান্টিনে খাবারের দাম অনেকটাই বাড়বে বলে খবর। ভর্তুকি উঠে গেলে বছরে ১৭ কোটি টাকা বাঁচবে সরকারি কোষাগারের।