বছরখানেকের মধ্যেই আমেরিকার ওপর আক্রমণ শানাতে পারে উত্তর কোরিয়া !
কলকাতা টাইমসঃ
যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে উত্তর কোরিয়ার মাত্র আর এক বছর লাগবে। এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন গোয়েন্দারা। এর আগের মার্কিন গোয়েন্দা রিপোর্টে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, এবার তার চেয়েও অনেক কম লাগবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন এই গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, এক বছরে মধ্যেই পরমাণু বোমাবাহী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরী করতে সক্ষম হয়ে উঠবে উত্তর কোরিয়া। চলতি মাসের গোড়ার দিকে পিয়ংইয়ং প্রথম আইসিবিএমের পরীক্ষা করেছে। এই ক্ষেপণাস্ত্র আলাস্কায় পৌঁছাতে পারবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। এই পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার আইসিবিএম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।