পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া, জাতিসঙ্ঘে জমা পড়লো রিপোর্ট !
কলকাতা টাইমসঃ
উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে জাতিসংঘে জমা দেওয়া এক রিপোর্টে জানানো হয়েছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করেই এই কাজ চলছে বলে অভিযোগ করা হয়েছে তাতে।
শুক্রবার বিশেষজ্ঞদের প্যানেল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জমা দেয় এই গোপন রিপোর্টটি। তা থেকেই এই তথ্য প্রকাশ করা হয়েছে। পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে এখনো জাতিসংঘ ও আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়া। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রপথে পিয়ংইয়ং অবৈধভাবে জাহাজ থেকে জাহাজে তেলজাত পণ্য স্থানান্তরের প্রক্রিয়া বাড়িয়েছে এবং বিদেশে তাদের অস্ত্র বিক্রিরও চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজ করছে বলে গত সপ্তাহেই তাদের সন্দেহের কথা জানিয়েছিলেন মার্কিন গোয়েন্দা কর্তারা। তারা প্রমাণ হিসেবে উপগ্রহ থেকে তোলা ছবিও দেখিয়েছিলেন। এই বিষয়ে উত্তর কোরিয়া এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি।