উত্তর কোরিয়াকে ‘ভয়ানক’ আখ্যা দিয়ে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিলেন ট্রাম্প !
কলকাতা টাইমসঃ
উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক ‘অসাধারণ হুমকি’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ তাৎপর্যপূর্ণ ভাবে নতুন করে এই মন্তব্য কইলেন। শুধু তাই নয়, সেদেশের ওপর আরোপ করা নিষেধাজ্ঞার মেয়াদ আরো বৃদ্ধি করলেন তিনি।
মাত্র ১০ দিন আগে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক বৈঠক। আর এরইমধ্যে এই দুই নেতার মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো বৃদ্ধি করার ঘোষণা এই দুই দেশের মধ্যে সম্পর্ক ভেঙ্গে যাবার ঈঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, গত ১২ জুন সিঙ্গাপুরের স্যান্টোসা দ্বীপে ট্রাম্প-কিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ১৩ জুন এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার তরফ থেকে দীর্ঘ মেয়াদি আর কোনো পরমাণু হুমকি নেই। অথচ মাত্র ১০ দিন পরেই তার গলায় নতুন সুর, স্বভাবতই বিশ্বের কাছে নতুন চমক!