আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সকে একযোগে হুমকি উত্তর কোরিয়ার
কলকাতা টাইমসঃ
টাইম বোমের সঙ্গে খেলছে জাতিসংঘ! এবার একযোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদেরই পক্ষান্তরে হুমকি দিলেন কিম জং উন।উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দু’মুখো নীতি নিয়ে চলছে। উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করলে অদূর ভবিষ্যতে বড় বিপদের মুখে পড়তে পারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেশগুলি। তার অভিযোগ, আমেরিকা এবং তার মিত্র দেশগুলিও এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে জাতিসংঘ নিশ্চুপ থাকে।
প্রসঙ্গত, কোনোরকম পরমাণু পরীক্ষা না চালানোর কথা বললেও বেশ কিছুদিন ধরেই সেই পরীক্ষা একনাগাড়ে করে চলেছে উত্তর কোরিয়া।গত একমাসে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম জং উন। অস্ত্র তৈরিতে কোনো খামতি রাখতে চাইছেনা উত্তর কোরিয়া। এই প্রসঙ্গে জরুরি বৈঠক ডাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তিন সদস্য দেশ আমেরিকা, গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স।