এবার ভয়ঙ্কর ‘দৈত্য’ তৈরী করে বিশ্বকে চমকে দিল উঃ কোরিয়া
কলকাতা টাইমস :
বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে উত্তরকোরিয়া। তারই প্রভাব দেখাগেল উত্তর কোরিয়ার সামরিক মহড়ায় ‘দৈত্যাকৃতির’ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শনে ।
বিশ্লেষকরা জানিয়েছেন, বিশাল গাড়িতে করে আনা ক্ষেপণাস্ত্রটি বাহিনীতে যুক্ত হলে এটি হবে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র।
ওপেন নিউক্লিয়ার নেটওয়ার্কের উপপরিচালক মেলিসা হ্যানহাম বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রটি একটি দৈত্য।’
২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের বৈঠকের পর এই প্রথম উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্র প্রদর্শন করলো।
সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে কিম জং উন বলেছেন, ‘আমরা আমাদের জাতীয় প্রতিরক্ষা এবং আত্মরক্ষামূলক যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখব।’
দেশের অর্থনৈতিক উন্নতি ব্যহত হওয়ার জন্য উন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, ঘূর্ণিঝড় ও করোনাভাইরাসকে দায়ী করেছেন।